দিনাজপুরের ৫ উপজেলায় ঈদ উদযাপন
২১ এপ্রিল ২০২৩ ১১:৪৩
দিনাজপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের পাঁচটি উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের জামায়াতের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় বিরামপুর উপজেলার আয়ড়া নূরুল হুদা দাখিল মাদরাসা মাঠে এই জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন আল আমিন।
এবার জেলার ১৩ থানায় প্রায় ৪৪টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাঁচারির পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামায়াত হয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে প্রায় নয় হাজার পরিবার আগাম ঈদ উদযাপন করছেন।
একইসঙ্গে চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম ও তেরমাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
সারাবাংলা/এমও