Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণকে সম্পূর্ণ যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পেরেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১২:১০

ঢাকা: বিগত কয়েক বছরের মধ্যে দেশের জনগণকে সম্পূর্ণ যানজটমুক্ত একটা ঈদযাত্রা উপহার দিতে পেরেছি। এটা আমাদের সরকারের জন্য স্বস্তিদায়ক ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘এবার একটা ব্যতিক্রম হচ্ছে বিগত কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ যানজটমুক্ত একটা ঈদ উপহার দিতে পারলাম দেশের জনগণকে। এটা হলো আমাদের জন্য স্বস্তিদায়ক ব্যাপার।’

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে ষোল কলা পূর্ণ হয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী এই উপহার দিয়েছেন।’

কর্মস্থলে ফেরার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ঈদ পরবর্তী সময়ে দুর্ঘটনা প্রবণতা বেড়ে যায়। এ ব্যাপারে সবাই সাবধানে সতর্কতার সাথে সব স্টেকহোল্ডারকে বিষয়টি মোকাবেলা করতে হবে।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিং সেল করা আছে। ঈদের পরও মনিটরিং করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/ইআ

ঈদযাত্রা যানজটমুক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর