যাত্রীর অপেক্ষায় গাবতলী বাস কাউন্টারগুলো
২১ এপ্রিল ২০২৩ ১৩:৫৪
ঢাকা: ঈদে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো হাজারো মানুষ। আর এ সময়ে রাজধানীর বাস কাউন্টারগুলোও ফাঁকা হতে শুরু করেছে।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বাস কাউন্টারগুলোতে যাত্রী কমে যেতে দেখা যায়। রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল ও গাবতলী বাস টার্মিনালে এমন চিত্র চোখে পড়ে।
এদিন বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের হাঁকডাক থাকলেও যাত্রী নেই বললেই চলে।
আনিসুল ইসলাম নামে পঞ্চগড়গামী এক বাস যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে পঞ্চগড় গ্রামে যাচ্ছি। টার্মিনাল এসে কোন ভোগান্তি ছাড়াই টিকেট পেয়েছি। তবে ভাড়া কিছুটা বেশি দিতে হয়েছে।’
মারুফা আক্তার নামে মেহেরপুরগামী আরেক যাত্রী বলেন, ‘বাসা থেকে সময় নিয়ে বের হয়েছিলাম। তবে রাস্তা ফাঁকা থাকায় অনেক আগেই কাউন্টারে চলে এসেছি। কাউন্টারও ফাঁকা দেখছি। এখন বাসের জন্য অপেক্ষা করছি।’
আবির হাসান শিহাব নামে হানিফ এন্টারপ্রাইজের এক কর্মী বলেন, ‘সকাল থেকে কাউন্টার ফাঁকা। যাত্রী নেই। বসে থেকে সময় পার করছি। কাউন্টার থেকে জানানো হয়েছে সন্ধ্যায় বাস ছাড়বে।’
কথা হয় শ্যামলী পরিবহনের ম্যানেজার স্বপন চন্দ্র দাসের সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে যাত্রীদের একটু চাপ ছিল। এরপর থেকে যাত্রী নেই বললেই চলে। আমাদের গাড়ি আছে। তবে কাউন্টারে যাত্রী নেই।’
গাবতলী বাস মালিক সমিতির পক্ষ থেকে পরিচালনা করা তথ্য ও অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা (টার্মিনাল ইনচার্জ) মোহাম্মদ ফারুক সারাবাংলাকে বলেন, ‘এবার ঈদ উপলক্ষে যাত্রী অনেক কম। আর আজ একেবারেই নেই। অন্য সময় ঈদের আগের দিন যাত্রীদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ত আমাদের। আর আজ যাত্রী সংকট দেখা দিয়েছে।
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমাদের টার্মিনালে দক্ষিণ বঙ্গের যাত্রী কমে গেছে। যাত্রী কমে যাওয়ার এটাও একটা কারণ হতে পারে বলে জানান তিনি।
সারাবাংলা/কেআইএফ/ইআ