Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১৫:২২

নেত্রকোনা: পূর্বধলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে জেলার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া একজন হচ্ছেন- উপজেলার ইসবপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে অটো ড্রাইভার সাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে একটি যাত্রীবাহী অটোরিকশা শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নেত্রকোনাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। বর্তমানে মরদেহগুলো হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এমও

নেত্রকোনা বাস-অটোরিকশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর