Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির ঈদ শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১৬:২৪

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়,‌ ‌‘ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই।’

বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ‘পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানগণ রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদুল ফিতরের এই শুভক্ষণে মুসলিম উম্মাহ’র সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।’

দুই দেশের সম্পর্ক বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই দু’দেশের বহুমূখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে।’

দু’দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ারও আগ্রহ প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

সবশেষে, দু’দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখি জীবন কামনা করেন নরেন্দ্র মোদি।

সারাবাংলা/এনআর/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর