Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন যেসব সড়ক বন্ধ থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১৭:৪৮

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাওয়ার ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা কার্যকর করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান সারাবাংলাকে এসব তথ্য জানান।

ঈদের দিন ভোর ৬টা থেকে যেসব রাস্তায় ডাইভারশন থাকবে

রাজধানীর জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোল রুম গ্যাপ।

সাধারণ কার পার্কিংয়ের স্থান

মৎস্য ভবনের ব্যারিকেডের বাইরের এলাকা, ফজলুল হক হলসংলগ্ন ব্যারিকেডের বাইরের এলাকা ও প্রেস ক্লাব লিংক রোডসংলগ্ন ব্যারিকেডের বাইরের এলাকায় কার পার্কিং করা যাবে।

ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং ভিভিআইপিদের গাড়ি সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে থাকবে। মন্ত্রিপরিষদের সদস্য ও ভিআইপিদের গাড়ি ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর–পশ্চিম দিকে পার্কিং করা থাকবে। আর বিচারপতিদের গাড়ি সুপ্রিম কোর্ট মাজারসংলগ্ন উত্তর পাশে থাকবে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকদের গাড়ি গণপূর্ত ভবনের আঙিনায় অবস্থান করবে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ডিএমপি


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর