Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের পতন হলে সংকট কেটে যাবে, ঈদের আনন্দ ফিরবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ১৯:১৯

ফাইল ছবি: আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: দেশের চরম সংকটের মধ্যেও দেশবাসীর ঈদুল ফিতর আনন্দে-নিরাপদে কাটবে এমন আশাবাদের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হল, ঐক্যবদ্ধভাবে কঠোর অন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।’

বিবৃতিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘চরম কষ্টে, কঠিন দুঃসময়ে দিন কাটছে দেশের জনগনের। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং, পানির সংকট, মানবাধিকার লঙ্ঘন, ভিন্নমতের লোকজনকে নিপীড়ন-নির্যাতন, অবৈধ সরকারের দুঃশাসন, চরম সংকটের মধ্যে দিয়ে ভিন্ন এক পরিবেশে দেশবাসী ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে।’

‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থতার মধ্যেও গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা এই অনির্বাচিত সরকার করছে না। দলের হাজার হাজার নেতা কর্মী মিথ্যা মামলা মাথায় নিয়ে দিন কাটাচ্ছে। তারপরও একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ উদযাপন করুক, এই কামনা করি।’

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির শীর্ষনেতাদের মধ্যে যাদের বাড়ি চট্টগ্রামের, তাদের প্রায় সবাই বন্দরনগরীতে অবস্থান করছেন।

জানা গেছে, আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরের কাট্টলীর বাড়িতে ঈদের নামাজ আদায় করবেন। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দীন জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম কলেজিয়েট স্কুলের মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারী পৌরসভার মীরেরখিল মীরবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন চকবাজার ধনিরপুল ফালাগাজী জামে মসজিদে এবং সদস্য সচিব আবুল হাশেম বক্কর জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

নগর বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী সারাবাংলাকে জানিয়েছেন, এবারের ঈদে কারাবন্দি নেতাকর্মীদের বাড়ি ও বাসায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন জ্যেষ্ঠ্য নেতারা।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর