Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে অস্ত্রের মুখে তামাক চাষীর পুত্রকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৩ ২১:৫৫

বান্দরবান: জেলার সদর উপজেলার কুহালং ইউনিয়নে অস্ত্রের মুখে এক তামাক চাষীর পুত্রকে অপহরণ করে নিয়ে গেছে একদল সশস্ত্র সন্ত্রাসী। অপহৃতের নাম মো. খোরশেদ (১৮)। সে বান্দরবান কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডুলুপাড়াস্থ বাগমারা পাড়ায় একটি তামাক চুল্লির ক্ষেত থেকে চাষী মুন্সি মিয়ার পুত্রকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বিজ্ঞাপন

অপহৃতের ছোটভাই শফি আলম ব‌লেন, জলপাই রঙের পোশাক পরিহিত সশস্ত্র পাঁচ জন ছিল সন্ত্রাসীরা। আর তারা দুই ভাই তামাক চুল্লিতে আগুন দিয়ে তামাক পাতা শুকানোর কাজ করছিল।

অপহৃতের পিতা তামাক চাষী মো. মুন্সি মিয়া বলেন, ‘অপহরণের পর অস্ত্রধারী সন্ত্রাসীরা কোনো যোগাযোগ করেনি। অপহরণের ঘটনায় পুত্রকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।’

এ বিষ‌য়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘অপহরণের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম

অপহরণ বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর