নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় এ জামাতে ঈদের নামাজ আদায় করেছেন, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জিটিভি’র চেয়াম্যান গাজী গোলাম আশরিয়া।
পরে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন গাজী গোলাম আশরিয়া।
এসময় রূপসী ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ খাঁন মুন্না, রূপসী বাগবাড়ী জামে মসজিদের সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া, তারাবো পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পনির খাঁন, তারাবো পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমেল খাঁনসহ অনেকে।