Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রমজানে এবার ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে পারেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৩ ১৪:০০

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: সরকারের কঠোর পদক্ষেপের কারণে এবারের রমজানে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে পারেনি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (২২ এপ্রিল) সকালে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি একথা বলেন বলে তথ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঈদ শুভেচ্ছা জানাতে যাওয়া সমবেতদের ‍উদ্দেশে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, পবিত্র রমজান মাসে আমাদের সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে মজুতদার, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে পারেনি। ঈদ উপলক্ষে বিভিন্ন জিনিসের দাম বাড়ানোর যে অপচেষ্টা চালানো হয়, সেটাও এবার সম্ভব হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে।’

‘আজকের দিনে মহান আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে, আমাদের দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, এ অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমাদের দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক, হিংসা-ঘৃণার রাজনীতি যাতে দূরীভূত হয়, এটাই মহান আল্লাহর কাছে প্রার্থনা।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই মিলে যাতে দেশের স্বার্থকে সবার উর্ধ্বে তুলে ধরতে পারি, সেই চেষ্টা করতে হবে। পৃথিবীর যেসব দেশে মুসলমান সম্প্রদায় নির্যাতিত হচ্ছে, তাদের মুক্তির প্রার্থনা করি। সবার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলুক এবং দেশ থেকে হিংসা-ঘৃণা দূরীভূত হোক, এটি আজকের দিনের প্রত্যাশা। ’

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের বাড়িতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ঈদুল ফিতর উদযাপন করছেন। সকালে মন্ত্রীপাড়া জামে মসজিদে এলাকাবাসীর সঙ্গে তিনি ঈদের নামাজ আদায় করেন। এরপর গ্রামের বাড়িতে আত্মীয়স্বজন, দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর