Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৩ ১৮:২০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১২:৪০

ফাইল ছবি

ঢাকা: মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, আমরা বিষয়টিকে বেশ জোর দিচ্ছি, যাতে রোহিঙ্গারা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে।

শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের জামাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বনেতা যারা আছেন তারা এ ইস্যুতে যেন আমাদের সহযোগিতা করেন সেই প্রত্যাশা করছি। যাতে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে গিয়ে সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে পারে।’

এ সময় সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনে অনেক প্রার্থী থাকবেন, আমি শুনেছি ৪২টি ওয়ার্ডে প্রায় চারশ’র মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেবেন।’

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি প্রায়ই বলে থাকে তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু সিলেটের বিষয়ে শুনলাম, এই নির্বাচনে এক তৃতীয়াংশই বিএনপির প্রার্থী। এটা খুশির খবর।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে যত দল ও মতের মানুষ রয়েছে আমরা সবাই যেন শৃঙ্খলার সঙ্গে শান্তি ও সম্প্রীতিতে থেকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারি।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ড. এ কে অব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর