Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশিদের হাত-পা মালিশ করে বিএনপির লাভ হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৩ ২০:২৭

চট্টগ্রাম ব্যুরো: বিদেশিদের হাত-পা মালিশ করে বিএনপির কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক বিষয়ে মতবিনিময়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি দেখতে পাচ্ছে, বিদেশিদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে, হাত-পা মালিশ করে কোন লাভ হয়নি। যারা ভরসা করেছিল, তারাও দেখতে পাচ্ছে বিএনপির ওপর কোনো ভরসা নেই। এই পরিস্থিতিতে বিএনপি এখন হতাশাগ্রস্ত হয়ে কোলা ব্যাঙের মতো আওয়াজ তুলছে মাত্র।

মির্জা ফখরুল সাহেবদের বড় একটা গলা আছে, আর কিছু নেই। ব্যাঙ প্রাণী ছোট, কিন্তু আওয়াজটা খুব বড়। যখন বর্ষাকালে চারিদিকে পানিতে ডুবে যায়, তখন ব্যাঙ প্রচণ্ড আওয়াজ করে। বিএনপির অবস্থাও এখন সেই কোলা ব্যাঙের মতো।’

মিডিয়া ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘উনার বক্তব্য মিডিয়ার ওপর সরাসরি আক্রমণ। মিডিয়াকে আক্রমণ করা সমীচীন নয়। প্রচণ্ড হতাশা থেকে তিনি কথাগুলো বলেছেন।।’

‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই এদেশে মিডিয়ার ব্যাপ্তি ঘটেছে। অথচ আমরা সবসময় দেখতে পাই, গণমাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতি সঠিকভাবে উঠে আসে না। কোনো খারাপ সংবাদ হলে অনেকক্ষেত্রে সেটি অনেক গুরুত্ব দিয়ে প্রকাশ হয়। কেউ কেউ মনে করেন-গুড নিউজ ইজ নো নিউজ, বেড নিউজ ইজ গুড নিউজ। এটি সমীচীন নয়। গরমের কারণে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়েছে কিনা আমি জানি না।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, ‘আমরা ২০০৯ সালে সরকার গঠনের সময় বাংলাদেশে সাড়ে চার’শ দৈনিক পত্রিকা ছিল। এখন ১২৬০ টিরও বেশি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। ৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব পাবার পর প্রাইভেট টেলিভিশনের যাত্রাটাও শেখ হাসিনার হাত ধরেই হয়েছিল। ২০০৯ সালে টেলিভিশন চ্যানেল ছিল ১০টি, এখন ৪৭টির লাইসেন্স দেওয়া হয়েছে, ৩৬টি সম্প্রচারে আছে। এতগুলো টেলিভিশন চ্যানেল, সেগুলোতে জার্নালিজম থেকে পাশ করে বের হওয়া আমাদের ছেলেমেয়েদের চাকরির একটা ক্ষেত্র তৈরি হয়েছে।’

পেইড এজেন্ট দিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা সারা পৃথিবী থেকে অপপ্রচার চালাচ্ছে। তারা যে বিভিন্নজনের কাছে এ কাজের জন্য টাকা পাঠায়, সেই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। কাকে কত টাকা দেওয়ার কথা ছিল, টাকা না দেয়ায় সে গোস্বা করেছে। এগুলোতেও যখন কাজ হচ্ছে না, তখন মিডিয়ার ওপর চড়াও হয়েছে বিএনপি। মিডিয়া চাইলেও সরকারের বিরুদ্ধে অনেকক্ষেত্রে খারাপ সংবাদ পাচ্ছে না বলে পরিবেশিত হচ্ছে না।’

এসময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর