প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন
২৪ এপ্রিল ২০২৩ ০৯:৫৮
ঢাকা: প্রবীণ রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আর নেই। রোববার (২৩ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
৮৩ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় তাকে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এই অবস্থায় রোববার (২৩ এপ্রিল) রাত ১২ টা ২৮ মিনিটে তার মৃত্যু হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পঙ্কজ ভট্টাচার্য। বাবা শিক্ষক ও মা মনি কুন্তলা দেবী। ষাটের দশকে স্বৈরাশাসক আইয়ুব-ইয়াহিয়া বিরোধী ছাত্র সংগ্রামে রাজপথের এক অগ্রসৈনিক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। পেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর নিবিড় সান্নিধ্যও। স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় থেকেছেন তিনি।
মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে তার ছিলো অনন্য ভূমিকা। ৮৪ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা পঙ্কজ ভট্টাচার্য করোনার পর থেকেই শ্বাস-প্রশাসজনিত সমস্যা, এমনকি অস্ত্রোপচারও পর্যন্ত করতে হয়েছিল তাকে।
সারাবাংলা/জেআর/এমও