ঢাকাসহ ৮ বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
২৪ এপ্রিল ২০২৩ ১০:১৮
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। যে কারণে দেশের ১৯ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার সতর্কবাতায় বলা হয়েছে, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।
এছাড়া দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার কথাও বলা হয়েছে পূর্বাভাসে।
এদিকে বৃষ্টিপাতের কারণে দেশের ১৯ জেলার নদীবন্দরগুলোকে সর্তক থাকতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুস্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে কমতে পারে রাতের তাপমাত্রা। আর এই পরিস্থিতি থাকবে আরও দুইদিন। ৭২ ঘণ্টা পর বাড়তে পারে তাপমাত্রা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৫৩ মিলিমিটার। যে কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা সন্দীপে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সারাবাংলা/জেআর/এমও