পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২৪ এপ্রিল ২০২৩ ১২:১৯
ঢাকা: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৪ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী এই শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রবীণ রাজনীতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় তাকে গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এই অবস্থায় রোববার (২৩ এপ্রিল) রাত ১২ টা ২৮ মিনিটে তার মৃত্যু হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পঙ্কজ ভট্টাচার্য। বাবা শিক্ষক ও মা মনি কুন্তলা দেবী। ষাটের দশকে স্বৈরাশাসক আইয়ুব-ইয়াহিয়া বিরোধী ছাত্র সংগ্রামে রাজপথের এক অগ্রসৈনিক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। পেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর নিবিড় সান্নিধ্যও। স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় থেকেছেন তিনি।
মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে তার ছিলো অনন্য ভূমিকা। ৮৪ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা পঙ্কজ ভট্টাচার্য করোনার পর থেকেই শ্বাস-প্রশাসজনিত সমস্যা, এমনকি অস্ত্রপোচারও পর্যন্ত করতে হয়েছিল তাকে।
আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন
সারাবাংলা/এনআর/এমও