৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ১২:৩২
২৫ এপ্রিল ২০২৩ ১২:৩২
দিনাজপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল, তবে ছুটি শেষে আজ সকাল থেকে আমদানি-রফতানি শুরু হয়েছে। সেইসঙ্গে বন্দর অভ্যন্তরে ফিরতে শুরু করেছে কর্ম প্রাণঞ্চলতা।
সারাবাংলা/ইআ