রুমায় কেএনএফ-ইউপিডিএফে’র মধ্যে গোলাগুলি
২৫ এপ্রিল ২০২৩ ১৪:২৪
বান্দরবান: রুমা উপজেলার মুয়ালপি পাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৫টার দিকে গোলাগুলি শুরু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে রুমার দুর্গম মুয়ালপি পাড়া এলাকায় ইউপিডিএফ ও কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত এলাকায় গোলাগুলি চলছে। বর্তমানে এলাকায় কেউ যেতে পারছে না। তাই হতাহতের বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘সকাল থেকে ইউপিএফ গণতান্ত্রিক ও কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাইনি। বিস্তারিত পরে বলতে পারবো।’
সারাবাংলা/এমও