Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সারাবাংলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩ ২০:৫৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ২০:৫৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপ্রধান দেশের জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু জাদুঘরও পরিদর্শন করেন এবং সেখানে একটি হলোগ্রাফিক ভিডিও দেখেন। সেখানে তিনি দর্শনার্থী বইয়েও সই করেন।

পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি প্রিয় মাতৃভাষা বাংলার জন্য শাহাদাত বরণকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ প্রতিকৃতি বঙ্গবন্ধু রাষ্ট্রপতি শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর