রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ুন কবির লালের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, সোমবার (২৪ এপ্রিল) রাতে ইউপি সদস্য হুমায়ুন কবির লালকে গ্রেফতার করে পুলিশ। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দলীয় কর্মকাণ্ড ও পারিবারিক কলহের জেরে উত্তর কোলকোন্দ মীরপাড়ার খান সাহেবের সঙ্গে প্রতিবেশি যুবলীগ কর্মী শহিদুজ্জামান সোহাগের বিরোধ চলছিল। সোমবার একই বিষয়ে সোহাগের সঙ্গে খান সাহেবের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে এদিন রাত ৮টায় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে সোহাগ অবস্থান করছে জেনে খান সাহেব ও তার ভাতিজা সুজন মিয়া, শামীম মিয়া, ইউপি সদস্য হুমায়ুন কবির লাল, রোকনুজ্জামান ওরফে কালু মিয়া ও বাবু মিয়া ওই অফিসে যান। সেখানে তারা সোহাগকে মারধর করেন এবং অফিসের চেয়ার-টেবিল তছনছসহ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেন।
এ ঘটনায় সোহাগ বাদী হয়ে সোমবার রাতে গঙ্গাচড়া মডেল থানায় খান সাহেবসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ইউপি মেম্বার হুমায়ুন কবির লালকে গ্রেফতার করে।
ওসি দুলাল হোসেন বলেন, ‘ছবি ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’