Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূকে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৩ ১৬:৫২

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২৬ এপ্রিল দুপুরে) কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সাইফুল এলাহী এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রুহুল আমিন এবং খালেদা বেগম।

আদালতের অতিরিক্ত এপিপি সুলতানুল আলম চৌধুরী জানান, ১৯৯৫ সালের ২৬ জানুয়ারি রাজাখালীর রব্বত আলী মাতবর পাড়ায় মনিরুজ্জামানের ছেলে আবদুল খালেকসসহ পরিবারের সদস্যরা মিলে স্ত্রী রুজিনাকে গলা কেটে হত্যা করে। যৌতুকের দাবিতে হত্যাকাণ্ড ঘটায় তারা। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম ২৮ বছর পর মামলটির রায় দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান সুলতানুল আলম চৌধুরী।

সারাবাংলা/ইআ

গৃহবধু হত্যা যাবজ্জীবন


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর