সাংবাদিক জাহাঙ্গীরের নামে ডিএসএ আইনে মামলা, ডিআরইউ’র নিন্দা
২৬ এপ্রিল ২০২৩ ২০:২৫
ঢাকা: সিনিয়র সাংবাদিক ও ক্র্যাবের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছে পুলিশ। গত ১২ এপ্রিল হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন এই মামলা করেন। এদিকে তার নামে মামলা করায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) বিকেলে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঈনুল আহসানের সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, জাহাঙ্গীর আলমকে যে অভিযোগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় জড়ানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরণের অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি মনে করেন, কোনো স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এ ধরণের একটি মামলায় তাকে জড়িয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অবিলম্বে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে। বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিকরা শুরু থেকেই বলে আসছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। সাংবাদিকরা এই আইনের অপপ্রয়োগের শিকার হচ্ছেন। এই কালো আইন অনতিবিলম্বে বাতিলের দাবি জানান তারা।
সাংবাদিক জাহাঙ্গীর আলম সংবাদ সংস্থা ইউএনবি’র অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক। তিনি ক্রাইম রিপোর্টর্স অ্যাসোসিয়েশনের একাধিক কমিটিতে সহ-সভাপতি ছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন স্থায়ী সদস্য। এছাড়া শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সম্পাদক।
সারাবাংলা/ইউজে/পিটিএম