ব্যয় কমাতে অনলাইনে সভা করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের
২৬ এপ্রিল ২০২৩ ২৩:৫৪
ঢাকা: ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে হাইব্রিড (অনলাইন প্লাটফর্মে) পদ্ধতিতে ব্যাংকের সভার আয়েজন করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায় এমন সভাগুলো অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার জন্য পরামর্শ দেওয়া হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
সারাবাংলা/জিএস/পিটিএম