Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো দেন-দরবার নয়, পদত্যাগ করতে হবে: মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ১৫:২২

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো দেন-দরবার নয়, আলোচনা নয়। এই সরকারকে পদত্যাগ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে (ভাসানী মিলনায়তনে) আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। মে দিবসের কর্মসূচি সফল করতে এ প্রস্তুতি সভা ডাকা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘জনগণ আজ অতিষ্ঠ। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এদেরকে যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে, ততই দেশের জন্য মঙ্গল।’

তিনি বলেন, ‘সরকার পতন আন্দোলনে দেশের সব রাজনৈতিক দল এবং জনগণ এক হয়েছে। সরকার পতন না হলে দেশ অনেক পিছিয়ে যাবে। সুতরাং চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে, সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন, লিটন মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ মির্জা আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর