রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে মৃত্যু
২৭ এপ্রিল ২০২৩ ২৩:২৫
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি গ্যারেজে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার সময় আব্দুল কাদের (৪০) নামের এক রিকশা চালক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সাড়ে ৫টার সময় যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় আব্দুল কাদেরকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত কাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নান্দুরা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। বর্তমানে স্ত্রী নাজমা ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় থাকত। পেশায় সে রিকশাচালক ছিল।
হাসপাতালে গ্যারেজ মালিক মো. লিটন জানান, বিকেলের দিকে বৃষ্টিতে ভিজে রিকশা নিয়ে গ্যারেজে ফিরে আসেন কাদের। শরীর ভেজা অবস্থায় গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্টে আক্রান্ত হযন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয় এক রিকশাচালক। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে