সিটি নির্বাচনে অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট
২৮ এপ্রিল ২০২৩ ০৯:৪২
ঢাকা: বাম গণতান্ত্রিক জোট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না। তাদের ভাষায় এই নির্বাচন প্রহসনের। জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে এই সভা হয়। সভায় উপস্থিত ছিলেন- সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, সদস্য তাসলিমা আক্তার বিউটি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহীদুল ইসলাম সবুজ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
সভার প্রস্তাবে বলা হয়, জনগণের আস্থা যে নির্বাচন কমিশন, ভোট ও সরকারের প্রতি নাই তার প্রমাণ ভোট কেন্দ্রে জনগণের অত্যন্ত কম উপস্থিতি। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনার সময়ে রিটার্নিং অফিসারের কাছে একটি টেলিফোন কল যাওয়ার পর ভোট গণনা কিছুক্ষণ স্থগিগত রাখা ও ফলাফল পাল্টে যাওয়া নিয়ে জনমনে বর্তমান কমিশনের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে ইভিএম মেশিন বুথের বাইরে নিয়ে যাওয়া, গাইবান্ধা উপনির্বাচনে বুথে ডাকাত চিহ্নিত করার পর ভোট স্থগিত করা হলেও কাউকে বিচারের মুখে এনে শাস্তি দিতে না পারা, ব্রাহ্মণবাড়িয়ায় উকিল সাত্তার মার্কা নির্বাচন ইত্যাদি প্রমাণ করে বর্তমান দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত স্থানীয় ও জাতীয় নির্বাচন মোটেও অবাধ ও নিরপেক্ষভাবে করা কমিশনের পক্ষে সম্ভব নয়।
এ প্রেক্ষাপটে সরকার ও নির্বাচন কমিশনের কলংকজনক নির্বাচনকে বৈধতা দেওয়া কোন মতেই সমীচিন হবে না। তাই বাম জোট আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
একইসঙ্গে দেশবাসীকে ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয় জোটের পক্ষ থেকে।
সারাবাংলা/এএইচএইচ/এমও