Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বজ্রপাতে আরও ১ গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ২৩:০৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার চরাঞ্চলে গরু আনতে গিয়ে বজ্রপাতে সীমা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চর বড়বাড়িয়া গ্রামে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে সিরাজগঞ্জ সদরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়।

নিহত সীমা খাতুন (২৮) উপজেলার শুভগাছা ইউনিয়নের যমুনার চরাঞ্চল চর বড়বাড়িয়া গ্রামের মো. শাহিন আলমের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, ‘বাইরে মেঘের গর্জন শুনে চরায় গরু আনতে যায় সীমা। এ সময় বজ্রপাতে আক্রান্ত হয় সে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘তার পরিবারের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। এলাকাটি যমুনার চরাঞ্চল হওয়ায় এবং বৈরি আবহাওয়ার কারণে এখনো পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/পিটিএম

বজ্রপাত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর