সুত্রাপুরের মেসে জবি ছাত্রের মৃত্যু
২৯ এপ্রিল ২০২৩ ২৩:৩৯
ঢাকা: রাজধানীর সুত্রাপুরের এক মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু ইসলামের (২১) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি ইংরেজি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
শনিবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে সুত্রাপুর নারিন্দার মেস থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজুর রুমমেট শরীয়তুল্লাহ জানান, তারা নারিন্দা কাঁচাবাজার চিনিটুকরা মসজিদের পাশে একটি পাঁচতলা বাসায় মেস করে থাকেন। রাজু জগন্নাথ বিশ্ববিদ্যায়ে ইংরেজি প্রথম বর্ষের পড়েন। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
শরীয়তুল্লাহ বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে আজ বিকেলে গ্রাম থেকে ঢাকায় আসে রাজু। ম্যাচে এসে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ হাত খিচিয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে দ্রুত স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ওই শিক্ষার্থী নারিন্দার একটি মেসে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম