Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৩ ১১:৫৪

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা।

রোববার (৩০ এপ্রিল) সকালে মহানগরীর বঙ্গতাজ অডিটোরামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট ঋণখেলাপি হিসেবে তার নাম থাকায় মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করা হয়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘যেই ঋণখেলাপির অভিযোগে আমার মনোনয়নপত্র বাতিল হযয়েছে, সে ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণ পরিশোধের বিষয়টি ব্যাংক কর্মকর্তারাও নির্বাচন কমিশনের কর্মকর্তাকে নিশ্চিত করেছেন।’

তবে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হলেও নির্বাচনে প্রার্থী হিসেবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এমও

জাহাঙ্গীর আলম টপ নিউজ মনোনয়নপত্র বাতিল স্বতন্ত্র মেয়র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর