Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ ছাত্রীসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৩ ১৪:৪৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৬:৩৯

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীর বাঘিল এলকায় বাস-অটোরিকশার সংঘর্ষে দুই স্কুল ছাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের বা‌ঘিল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বাঘিল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা ও নরিল্লা বাঘিল এলকার হাকিম। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ধনবা‌ড়ি থানার উপপ‌রিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবা‌হি একটি বাসের অটোভ‌্যানের সংঘর্ষ হয়। এতে দুই স্কুল ছাত্রীসহ ৪ জন মারা গেছেন। এছাড়া আরও তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাস‌টি জব্দ করা হয়েছে।

ধনবা‌ড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

দুই যাত্রী নিহত বাস-অটোরিকশা বাসের ধাক্কা হতাহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর