Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১০২৬ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৩ ২০:১৫

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬ জন পরীক্ষার্থী। সেই সঙ্গে এই পরীক্ষায় মোট ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন জানান, বিভাগের ৬ জেলায় ১৯০ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৮৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। তবে অংশগ্রহণ করেছে ৮৪ হাজার ২৭৯ জন। অনুপস্থিতির সংখ্যা ১০২৬ জন। শতকরা হিসেবে এর হার ১ দশমিক ২০।

বিজ্ঞাপন

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৭৭ জন রয়েছে, এরপর ভোলায় ২১৬জন, পটুয়াখালীতে ২০৮ জন, পিরোজপুরে ১২৩ জন, বরগুনায় ১০৭ ও ঝালকাঠিতে ৯৫ জন রয়েছে।

অপরদিকে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর মধ্যে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ঝালকাঠি সদরের বিজি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে ১ জন ও ভোলার চরফ্যাশনে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন রয়েছে।

সারাবাংলা/একে

এসএসসি বরিশাল বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর