Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে দিবসের কর্মসূচিতে সংঘর্ষে জড়াল শ্রমিক লীগ, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৩ ১২:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নতুন রেলস্টেশনে রেলওয়ে শ্রমিক লীগের দুপক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৪ জন ছুরিকাঘাতের আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

সোমবার (১ মে) সকালে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ থামেনি। আহতদের নাম পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মে দিবসের অনুষ্ঠান নিয়ে নতুন রেলস্টেশনের বাইরে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে স্টেশনের ভেতরে ঢুকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন ছুরিকাঘাতে আহত হন।

জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম সারাবাংলাকে বলেন, ‘প্রোগ্রাম করা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে রেলের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে বলেন, ‘এক পক্ষ মিছিল নিয়ে রেলস্টেশনে আসার পর অন্যপক্ষ তাদের ওপর হামলা করে। এরপর দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’

সারাবাংলা/আইসি/এমও

শ্রমিক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর