মে দিবসে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ
১ মে ২০২৩ ১৬:৪৮
ঢাকা: নেত্রকোনার আটপাড়া উপজেলার গনেশের হাওরে কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোমবার (১ মে) মহান মে দিবসে নেত্রকোণা জেলা কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় এ ধান কেটে দেওয়া হয়। ধান কাটা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
নেত্রকোণা জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ ও সদস্য সচিব মো. আবু তাহেরের তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধানকাটা কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ বিএনপি-জামাত সন্ত্রাস মোকাবিলায় রাজপথে আছে। একইভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের সংগঠন কৃষকের মাঠে আছে ও থাকবে।’
জানতে চাইলে সমীর চন্দ সারাবাংলাকে বলেন, ‘ধান কেটে দেওয়ায় কৃষক খুব আনন্দিত। কৃষক শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই কর্মসূচির ফলে ধান কাটায় সবাই এগিয়ে আসবে।’ তিনি বলেন, ‘কৃষক লীগের উদ্যোগে দেশের ৪৩টি স্পটে ৪৩ জন কৃষকের ধান কেটে দেওয়া হচ্ছে। আমরা কিশোরগঞ্জের হাওরসহ বিভিন্ন হাওরে ধান কেটে দিয়েছি। কৃষক লীগের উদ্যোগ এই ধান কাটা অব্যাহত থাকবে। শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকের পাশে আছি।’
ধান কাটা কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, অর্থ সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দফতর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম