‘বর্তমান সরকার বাঘডাশা, রাজ হাঁসের ডিম খেয়ে ফেলে’
১ মে ২০২৩ ১৮:০২
ঢাকা: জেএসডির সভাতি আ স ম আব্দুর রব বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শুধু ফ্যাসিবাদী নয়, এই সরকার বাঘডাশা। শ্রমিকরা হচ্ছে রাজহাঁস। তারা ডিম পাড়ে, বাঘডাশা খেয়ে ফেলে। ফলে এই বাঘডাশা সরকারকে ক্ষমতায় রেখে শ্রমিকদের অধিকার আদায় হবে না।
সোমবার (১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, ‘লগ্নিপুঁজি ও সাম্রাজ্যবাদের দালাল সরকারকে ক্ষমতা থেকে হটাতে ছাত্র-শ্রমিক, জনতাকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে হবে। এই সরকারের কাজ হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা মামলা, লুটপাট, মানুষ খুন ও গুম করা।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকরা উৎপাদন করেন। কিন্তু তাদের রেশন, বাসস্থান, সন্তানের চিকিৎসার ব্যবস্থা করা হয় না। সাংবিধানিকভাবে এদের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব দিতে হবে। যেখান থেকে রাষ্ট্রের নীতি নির্ধারণ হয়, সেখানে শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। সংসদে শ্রমিকদের কথা বলার সুযোগ করে দিতে হবে।’
তিনি বলেন, ‘১৭ এপ্রিল মুজিবনগরের ঘোষণা ছিল তিনটি। তার প্রথমটি হলো সাম্য। কিন্তু এই সরকারের আমলে সেই সাম্য হলো ১৭ তলা বিল্ডিং আর গাছতলা। এই সাম্য আমরা মানি না।’
শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আর স ম রব বলেন, ‘শ্রমিকদের বেঁচে থাকার নূন্যতম নিশ্চয়তা আদায় করতে হবে। এই ফ্যাসিবাদ, স্বৈরাচার, পুঁজিবাদের দালারদের, যারা মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন রাখতে চায়, তাদের ক্ষমতা থেকে সরাতে হবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম