চট্টগ্রাম ব্যুরো : বিএনপি-জামায়াত সাধারণ মানুষকে উসকানি দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (১ মে) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রাম-৯ আসনের দেওয়ানবাজার, জামালখান, এনায়েত বাজার ও উত্তর পাঠানটুলী ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। নগরীর সিরাজউদ্দৌলা রোডে ক্লাব ফোর কমিউনিটি সেন্টারে এ সভা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, বিএনপি-জামায়াত এখন সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে উসকানি দেওয়ার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মানুষকে খেপিয়ে দিতে সফল হলে তারা ফের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মেতে উঠবে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে তাদের এই প্রচেষ্টা সফল না হয়। সকল ভেদাভেদ ভুলে বিএনপি-জামায়াতের চক্রান্ত মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বসব, আপনাদের কথা শুনব। আর কিছুদিন পরেই জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আমরা সবাই সম্মিলিতভাবে কীভাবে কাজ করতে পারি সেটা এখনই ঠিক করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন সম্পর্কে মানুষকে জানাতে হবে। কোথায় কী উন্নয়ন হয়েছে, কী কী ভাতা দেওয়া হচ্ছে জানতে হবে।’
‘একইসঙ্গে বিএনপি-জামায়াত আমলের দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে হবে। মানুষকে বুঝাতে হবে যে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে। শেখ হাসিনা করেন দেশের উন্নয়ন আর বিএনপি করে আগুন সন্ত্রাস।’
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- নগরের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্যপ্রযুক্তি ও গবেষণাবিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, দেওয়ানবাজার ওয়ার্ডের সভাপতি পেয়ার মোহাম্মদ, জামালখানের সভাপতি আবুল হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, উত্তর পাঠানটুলীর সভাপতি ইদ্রিস কাজেমী ও সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান মহসিন, এনায়েতবাজারের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, চসিক কাউন্সিলর নিলু নাগ, নুর মোস্তফা টিনু, রুমকি সেন গুপ্ত, আঞ্জুমান আরা প্রমুখ।