Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইন্যান্স ক্যাপিটালের এমডি ও সিইও সুমিত পোদ্দার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২৩ ১২:৪০

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় এনবিএফআই- বাংলাদেশ ফাইন্যান্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল এ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন সুমিত পোদ্দার।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার (২ মে) নতুন কর্মস্থলে যোগ দেন তিনি।

বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

সুমিত পোদ্দার জানান, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে শীর্ষপদে যোগ দিতে পেরে তিনি গর্বিত, প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে যোগ দেওয়ার আগে দীর্ঘ ১৩ বছরের গৌরবাজ্জল ক্যারিয়ারে সুমিত পোদ্দার বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের স্ট্রাকচার্ড ফাইন্যান্সকে লিড দিয়েছেন।

এর আগে, সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের কর্পোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

সারাবাংলা/জিএস/ইআ

এনবিএফআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর