Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যবইয়ে রাখতে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৩ ১৩:৪২

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যসমূহ কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে অন্তুর্ভূক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, আরকাইভস অধিদফতরের ডিজিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে এ বিষযয়ে ব্যবস্থা গ্রহণে মন্ত্রিপরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) স্বপ্রণোদিত হয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি আরকাইভস অধিদফতরের কাছে থাকা বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী সব বক্তব্যের অডিও, ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে আদালতে হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি দুদককে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন- দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

সারাবাংলা/কেআইএফ/এমও

টপ নিউজ দুর্নীতিবিরোধী বক্তব্য পাঠ্যবই বঙ্গবন্ধু হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর