সিটি নির্বাচনে পুলিশ কমিশনার ও ডিসিদের প্রতি ইসির নির্দেশনা
২ মে ২০২৩ ২০:৫০
ঢাকা: আসন্ন খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধির যথাযথ প্রয়োগ ও পরিপালন নিশ্চিত করে চার মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ মে) ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শো-ডাউন করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১১ ও ১৩ বিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না। পাশাপাশি কোনো প্রার্থী পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে না। নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না।
এছাড়াও যানবাহন ব্যবহার সংক্রান্ত বাধা-নিষেধে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহনসহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল বাহির করতে পারবে বা কোনো শোডাউন করতে পারবে না।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনসমূহে নির্বাচনী এলাকার আচরণ বিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার যথাযথ দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে।
অন্যদিকে, আগামী ১২ জুন অনুষ্ঠেয় খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে। মনোনয়নপত্র যাচাইবাছাই ১৮ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ মে। এছাড়াও আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।
এছাড়াও আগামী ২১ জুন অনুষ্ঠিত রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে এবং মনোনয়নপত্র যাচাইবাছাই ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৬ থেকে ২৮ মে, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন এবং নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২১ জুন।
সারাবাংলা/জিএস/আইই