Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে ইউক্রেনের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৩ ২১:৪৯

একদিনে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। মঙ্গলবার (২ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডোনেৎস্ক ও খেরসন অঞ্চলে ইউক্রেনের সোভিয়েত আমলের দু’টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া খেরসনে আরেকটি সু-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সামরিক বাহিনী আটটি মার্কিন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) ক্ষেপণাস্ত্রকে আকাশে বাধা দিয়েছে। ছয়টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউক্রেনে মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করেছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনের মোট ৪১৬টি যুদ্ধবিমান, ২৩০টি হেলিকপ্টার এবং প্রায় ৪০০ ড্রোন ধ্বংস করেছে।

সারাবাংলা/আইই

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর