Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ী থেকে অজ্ঞাতপরিচয় ‍বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৩ ২২:৩৯

প্রতীকী ছবি

ঢাকা: যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকা থেকে অজ্ঞাত (৫৫) বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) বিকাল ৪টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের পশ্চিম পাশে বাদাম গাছের নীচ থেকে মৃতদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান জানান, ওই ব্যক্তি ভবঘুরে ভাসমান প্রকৃতির ছিল। থাকতেন পার্কের ভেতর। বিকেলে খবর পেয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

এসআই জানান, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/একে

মৃতদেহ যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর