Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্য ১৫ মে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১৪:১৩

ঢাকা: আলোচিত নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৫ মে ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হয়নি। এ জন্য বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেন।

মামলার আসামিরা হলেন- শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদ।

এ নিয়ে মামলাটিতে ছয় জনের সাক্ষ্য শেষ হয়েছে। শুনানির সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই দিন রাতে আসামিদের গ্রেফতার করা হয়। পরে এই দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

গত বছর ২৯ আগস্ট মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর বিচার শুরু আদেশ দেন আদালত।

সারাবাংলা/এআই/ইআ

নায়িকা শিমু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর