Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলডিপির সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১৫:০১

ঢাকা: সরকার হঠাতে করণীয় নির্ধারণে যুগপৎ আন্দোলনের সঙ্গী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ মে) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা শুরু করেছি। ইতোমধ্যে অনেকগুলো দলের সঙ্গে আমরা আলোচনা করেছি। আজ এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন। আজকের আলোচনাই আমাদের শেষ আলোচনা নয়। তার (অলি আহমেদ) দলের অন্যান্য নেতার সঙ্গেও আলোচনা করব।’

তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনে আমরা যে দাবিগুলো দিয়েছি তার মধ্যে প্রধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। আমরা দেখেছি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে জনগণ ভোট দিতে পারে না। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলের দুটি নির্বাচন দেখেছি, যেখানে মানুষ ভোট দিতে পারেনি। সে কারণেই আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে— সেই দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি।’

অলি আহমেদ বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এই আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য নয়। এই আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করার আন্দোলন।’

তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) চাচ্ছে যে কোনোভাবে একটি নির্বাচন করার জন্য। আমরা চাই এ নির্বাচন সকলের অংশগ্রহণ থাকবে। অবাধ ও সুষ্ঠু হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এই দাবিগুলো নিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ আন্দোলন করছে। এটা নতুন কোনো বিষয় নয়। একদিন তাদের (আওয়ামী লীগ) দাবি এটাই ছিল।’

বিজ্ঞাপন

‘আমরা চাই প্রত্যেকে তাদের নিজের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে। আগামীতে তাদের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। তাহলে অর্থনৈতিকভাবে মুক্তি পাবে দেশ, সামাজিকভাবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারব। মানুষ ন্যায় বিচার পাবে। একদলীয় শাসন থেকে আমরা মুক্তি পাব’— বলেন ড. অলি আহমেদ।

সারাবাংলা/ এজেড/ এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর