Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুয়ান্ডায় আকস্মিক বন্যায় ৯৫ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৩ ১৫:৩১

মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জন মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাতভর ভারী বৃষ্টিপাতে পশ্চিম রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ মে) সরকারি মুখপাত্র ইয়োল্যান্ডে মাকোলো প্রাথমিকভাবে আল জাজিরাকে জানিয়েছেন, পশ্চিম প্রদেশে গত রাতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ৫৫ জনের বেশি মানুষ মারা গেছেন। তবে রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো পরে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫।

বিজ্ঞাপন

গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো বলেন, সারা রাত প্রবল বৃষ্টি হয়েছে, যার ফলে এনগোরোরেরো, রুবাভু, নিয়াবিহু, রুতসিরো এবং করোঙ্গি জেলায় সৃষ্ট বন্যায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তার প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি রুটসিরো বলে জানান ফ্রাঁসোয়া হাবিতেগেকো। সেখানে ২৬ জন মারা গেছেন। নিয়াবিহুতে মারা গেছেন ১৯ জন। রুবাভু এবং এনগোরোরেরোতে মারা গেছেন ১৮ জন।

রাষ্ট্র-চালিত রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, রাস্তার পাশে কাদা জল বয়ে যাচ্ছে এবং বাড়িগুলো বন্যায় ধ্বংস হয়ে গেছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ রুয়ান্ডা

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর