Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ কোটি ব্ল্যাঙ্ক স্মার্টকার্ড কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১৬:৩৪

ঢাকা: নাগরিকদের মাঝে স্মার্টকার্ড সরবরাহ করতে নির্বাচন কমিশনের (ইসি) জন্য তিন কোটি ব্ল্যাঙ্ক স্মার্টকার্ড কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪০৬ কোটি টাকা।

বুধবার (৩ মে) দুপুরে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক “আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় নির্বাচন কমিশনের জন্য সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) থেকে কার্ডগুলো কেনা হবে। তিন কোটি ব্ল্যাঙ্ক স্মার্টকার্ড কিনতে সরকারের ব্যয় হবে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা।

আজকের সভায় এটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সাঈদ মাহবুব খান।

সারাবাংলা/জিএস/ইআ

ব্ল্যাঙ্ক স্মার্টকার্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর