Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রচিন্তার দিদারুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৩ ১৬:৫৩

হাইকোর্ট

ঢাকা: রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিচার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩ মে) এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

পরে আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, ‘অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দিদারুল ইসলামের করা আবেদন ট্রাইব্যুনালে খারিজ হলে এর বিরুদ্ধে দিদারুল আপিল করেন। দিদারুলের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দিদারুলের ক্ষেত্রে এই মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।’

জানা যায়, ২০২০ সালের ৫ মে দিদারুল ইসলাম ভূঁইয়াকে নিজ বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেদিনই প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় ওই মামলা দায়ের করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব।

পরে মামলায় ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর জামিনের পর কারামুক্ত হন দিদারুল।

এই মামলায় ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দিদারুল ইসলাম।

বুধবার শুনানি শেষে দিদারুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিচার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

ডিজিটাল নিরাপত্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর