Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজবাগে বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৩ ১৮:০৫

ঢাকা: রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে হোসনেয়ারা আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজরবাগ জোড়া মসজিদ গলির বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃত হোসনেয়ারা শরিয়তপুরের সখিপুর উপজেলার রশীদ দেওয়ানপুর গ্রামের মো. জামাল মিয়ার মেয়ে। বর্তমানে সবুজবাগ রাজারবাগের বাসার ৬ তলায় ভাড়া থাকতেন।

মৃত হোসনেয়ারার বোন সুফিয়া আক্তার জানান, তার বোন হোসনেয়ারা কিছুই করতেন না। বাসাতেই থাকতেন। পাঁচ বোনের মধ্যে হোসনেয়ারা ছিলেন দ্বিতীয়। কয়েকদিন ধরে তার বিয়ের বিষয়ে কথা হচ্ছিল। কিন্তু সে এখন বিয়ে করবেন না বলে জানান। এরপর থেকে মন খারাপ করে থাকতেন। তিনি ও তার বাবা আজ সকালে আরেক বোনকে নিয়ে বাজারে যায়। ফিরে এসে হোসনেয়ারার কক্ষ ভিতর থেকে বন্ধ দেখতে পান। পরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখেণ হোসনেয়ারা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

বিজ্ঞাপন

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, ‘সকালে সবুজবাগের বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই তরুণী ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিলেন। পরিবার থেকে জানতে পেরেছি বিয়ের বিষয় নিয়ে মন খারাপ ছিল তার। এই কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/ইআ

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর