আদিবাসী ইউনিয়নের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান
৪ মে ২০২৩ ২১:১৫
ঢাকা: বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো।
বাংলাদেশে আদিবাসীদের বাস্তব অবস্থা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’ র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, উপদেষ্টা ও সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি মোহসীন রেজা, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমীন, আদিবাসী নেত্রী রাখী ম্রং, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা নাদিম মাহমুদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী শনিবার (৬ মে) গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন করবেন শহীদ শ্যামল হেমব্রমের সন্তান সাগর হেমব্রম।
উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখবেন সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও আদিবাসী নেতারা।
সারাবাংলা/একে
আদিবাসী অধিকার আদিবাসী ইউনিয়ন কমিউনিস্ট পার্টি সম্মেলন সিপিবি