ঢাকায় জীবাশ্ম জ্বালানি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
৪ মে ২০২৩ ২৩:৫৬
ঢাকা: গ্যাস ও অন্যান্য জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সচেতনতা বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডোন্ট গ্যাস এশিয়া’ ক্যাম্পেইন। ঢাকাসহ এশিয়ার অন্যান্য প্রধান প্রধান শহরে একযোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইকুয়িটি বিডি, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, বেলা, ব্রতী, ক্লিন, ফ্রেণ্ডস অফ দ্য আর্থ এশিয়া প্যসিফিক, গ্লোবাল ল’থিংকারস সোসাইটি, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের যৌথ উদ্যোগে ক্যাম্পেইনের সূচনা হয়। এ উপলক্ষে মূকাভিনয় ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জীবাশ্ম জ্বালানির ভয়াবহ সম্প্রসারণকে রুখে দিতে ঢাকার পাশাপাশি একযোগে এদিন টোকিও, ম্যানিলা, ইঞ্চেওন, মান্ডালুইয়ং, জাকার্তা, চিয়াং মাই, হানই, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, লাহোর এবং করাচিতেও এই ‘Don’t Gas Asia’ ক্যাম্পেইন এর যাত্রা শুরু হয়। পুরো এশিয়াতে এই সমাবেশ আয়োজন ও সমন্বয় করেছে এশিয়া এনার্জি নেটওয়ার্ক এবং এপিএমডিডি (এশিয়ান পিপল’স মুভমেন্ট ফর ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট)।
ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশীদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) এর সমন্বয়কারী এবং এশিয়ান এনার্জি নেটওয়ার্ক এর আহবায়ক লিডি ন্যাকপিল, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এ এস এম বদরুল আলম, ফ্রেণ্ডস অব দ্য আর্থ এশিয়া প্যসিফিকর প্রতিনিধি বারীশ হাসান চৌধুরী, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম তুব্বুস, গ্লোবাল ল’ থিংকারস সোসাইটির প্রেসিডেন্ট রাওমান স্মিতা, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী এস জেড অপু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বায়ু ও পানি দূষণ, বৃক্ষ নিধন ও জলবায়ু শরণার্থী বিষয়ে জনসচেতনতামূলক মাইম প্রদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সদস্যরা। অনুষ্ঠানে আয়োজনকারী সংগঠন ছাড়াও অন্যান্য পরিবেশবাদী সংগঠন এবং ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরএফ/পিটিএম