Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ বিভিন্ন স্থান

সারাবাংলা ডেস্ক
৫ মে ২০২৩ ০৭:৫৮

ঢাকা: ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্নস্থান। শুক্রবার (৫ মে) ভোরে এই ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ভূকম্পনের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। অনেকেই বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেন। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে।

ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজরুল রশিদ বলেন, মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তিনি বলেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটি দেশ। এ ধরনের ছোট ছোট ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই‌।

সারাবাংলা/এনইউ

ভূমিকম্প রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর