Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৩ ১৪:৩৮ | আপডেট: ৫ মে ২০২৩ ১৮:৪২

দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে তেল শোধনাগারটিতে আগুন লেগে যায়।

ইলস্কি তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া আসার একটি ভিডিও পোস্ট করেছে স্থানীয় সংবাদ মাধ্যম বাজা নিউজ। স্থানীয় জরুরি পরিষেবা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

বাজা নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার তেল শোধনাগারটিতে ইউক্রেনের একাধিক ড্রোন হামলা চালায়।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। এর পর বিভিন্ন সময় রাশিয়ার সীমান্তবর্তী তেল শোধনাগার, ডিপো, সামরিক বিমানঘাঁটিতে মানববিহীন ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। সম্প্রতি এ হামলার সংখ্যা বেড়েছে।

এদিকে বৃহস্পতিবার সেবাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, ক্রিমিয়ার বেলবেক এয়ারফিল্ডের কাছে একটি ড্রোনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা গুলি করে ভূপাতিত করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার রোস্তভ অঞ্চল এবং ক্রিমিয়ার তেল টার্মিনালে ব্যাপক হামলা চালিয়েছিল। ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র নাটালিয়া গুমেনিউক বলেন, ক্রিমিয়ায় হামলাটি কিয়েভের পরিকল্পনা করা একটি বিস্তৃত ও বড় আকারের আক্রমণের অংশ।

অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ক্রেমলিন। মস্কোর দাবি, দু’টি ইউক্রেনীয় ড্রোন বুধবার ক্রেমলিনে হামলা চালানোর চেষ্টা করেছিল। এ হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালায় ইউক্রেন। তবে ঘটনার সময় মস্কোর বাসভবনে ছিলেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ইউক্রেন এই অভিযানে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ইউক্রেন তেল শোধনাগার রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর