Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিলওয়াল ভুট্টো সন্ত্রাসবাদ শিল্পের মুখপাত্র: জয়শংকর

আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৩ ২১:২৬

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সন্ত্রাসবাদ শিল্পের ‘প্রচারক’, ‘সমর্থক’ ও ‘মুখপাত্র’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন তোপ দাগান এস জয়শংকর।

জয়শংকর বলেন, ‘বিলওয়াল ভুট্টো এসসিও সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতে এসেছিলেন। এটি বহুপাক্ষিক কূটনীতির অংশ এবং আমরা এর চেয়ে বেশি কিছু দেখি না।’

এসসিও বৈঠকে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী কোনো দ্বিপাক্ষিক বৈঠক করেননি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে না বসার প্রসঙ্গে জয়শংকর বলেন, ‘সন্ত্রাসবাদের শিকাররা সন্ত্রাসবাদের সঙ্গে আলোচনা করতে বা অপরাধীদের সঙ্গে বসে না।’

জয়শংকর বলেন, ‘সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা তার বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে।’

জয়শংকর এসব মন্তব্য এমন এক দিনে করেছেন যখন জম্মু ও কাশ্মীরের পুঁছ নামক অঞ্চলের একটি জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সন্ধানে এক অভিযানের সময় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি বলে সন্দেহ করা সন্ত্রাসীরা গত সপ্তাহে সেনাবাহিনীর একটি ট্রাকে অতর্কিত হামলা চালিয়ে আরও পাঁচ সেনাকে হত্যা করেছিল।

এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার (৪ মে) ভারতে যান বিলওয়াল ভুট্টো। প্রায় এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এদিন ভারতের মাটিতে পা রাখেন তিনি। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে উষ্ণ কোনো বার্তা পাননি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল।

সারাবাংলা/আইই

এস. জয়শংকর বিলওয়াল ভুট্টো জারদারি


বিজ্ঞাপন
সর্বশেষ

৩ বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১

ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের চমক
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০

সম্পর্কিত খবর